মাদক সেবনের সময় ছয় মাদকসেবিকে কারাদণ্ড দিল ম্যাজিস্ট্রেট
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের নিউ কলোনী মহল্লার টুকুর ছেলে বাপ্পি (২৮) বড় মালশন মহল্লার হাবিবুর রহমানের ছেলে আরিফ হোসেন (২৯), নওগাঁর বালুভরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রায়হান আলী (২৫) একই জেলার দাসকান্দি গ্রামের মৃত রহিচ উদ্দিের ছেলে রিমন হোসেন (২০) সান্তাহার পৌর শহরের বড় মালশন এলাকার আশরাফুল ইসলামের ছেলে বাপ্পি (২৩) এবং বাজার ঈদগাহ এলাকার আবু বক্করের ছেলে উজ্জ্বল (৪০)।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এ্যাম্পুল ইনজেকশন ও গাঁজা সেবনের সময় ছয় মাদকসেবিকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক বাপ্পিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড, আরিফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড, বায়হানকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদণ্ড, বাপ্পিকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড, রিমন হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও টাকা অর্থদণ্ড এবং উজ্জলকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।