বিএনপির গণস্বাক্ষর সংগ্রহ তাদের ললাটে পরাজয়ের শেষ চিহ্ন : রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি এখন নির্বাচনের বিপক্ষে গণস্বাক্ষর তুলছে। এটি গণস্বাক্ষর নয়, এই স্বাক্ষর সংগ্রহ বিএনপির ললাটে পরাজয়ের শেষ চিহ্ন।

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মেনন বলেন, এবারের নির্বাচনে সবচেয়ে ভালো দিক হলো, ব্যবসায়ীদের চেয়েও প্রকৃত রাজনীতির সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি বেশি।

তিনি আরও বলেন, যে বিদেশিরা এখনও নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, তাদের দেশের নির্বাচনই অনেক প্রশ্নবিদ্ধ।

শহীদ আসাদকে নিয়ে মেনন বলেন, ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতার ১১ দফা দাবির মিছিলে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় গুলি চালায় পুলিশ। সে সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আসাদ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে শহীদ আসাদের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত।

আসাদ এবং ৬৯-এর গণ-অভ্যুত্থানের ইতিহাস বাদ দিয়ে এ দেশের স্বাধীনতার ইতিহাস লেখা যায় না।
শহীদ আসাদের মূল্যায়ন এবং স্বাধীনতার মূল্যায়ন করতে হলে সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। সংবিধানের মূলনীতিতে ফিরে গিয়ে দেশ গঠনে কাজ করতে হবে বলেও জানান মেনন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *