জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা কর্তৃক ২০ (বিশ) কেজি গাঁজা ও ০১টি পিক-আপ গাড়ী উদ্ধারসহ ০১জন আসামী গ্রেফতার।

মশিউর রহমান : আজ ১৮/০১/২০২৪খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ আহসান হাবিব, এএসআই/ আব্দুল্লাহ, এএসআই/ সাইদুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভার চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের দক্ষিণ পাশ্বে বিআরটিসি বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর পৌঁছে ঢাকামেট্রো-ন-১৭-৯৯৫১ রেজিঃ নম্বরের
একটি পুরাতন নীল/হলুদ রংয়ের পিকআপ গাড়ী আসতে দেখে গাড়ী থামানোর জন্য সংকেত দিলে চালক গাড়ীটি থামায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় গাড়ীটি তল্লাশী করে গাড়ীর পেছনে বডিতে ০২টি প্লাষ্টিকের বস্তার ভেতরে রক্ষিত মোট ২০(বিশ) কেজি গাঁজা পেয়ে উদ্ধারপূর্বক আসামী মোঃ রাসেল (২৫), পিতা-মৃত ইদ্রিস মাতাব্বর, মাতা-মৃত আসমা বেগম, গ্রাম-ছোট লক্ষনদিয়া (বাজারের পাশে), থানা-সালথা, জেলা-ফরিদপুর কে গ্রেফতার করেন।

উক্ত ঘটনায় দাউদকান্দি মডেল থানায় এজাহার দায়ের করলে দাউদকান্দি মডেল থানার মামলা নং- ১৫ , তারিখ-১৮/০১/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৩৮ রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *