সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা
জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের চন্দুরা গ্রামে।
জানা গেছে, চন্দুরা গ্রামের আব্দুল খালেক এর পুত্র নূরনবী (৪০) এর সাথে একই গ্রামের মৃত সহির উদ্দীনের ছেলে আব্দুল মতিন (৩৮) এর সাথে পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন বিরোধের ঘটনায় আদালত ও থানায় পাল্টাপাল্টি মামলা ও অভিযোগ চলে আসছিলো। নূরনবীর অভিযোগের ভিত্তিতে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান সাপাহার থানা পুলিশ। ওই দিন রাতে আব্দুল মতিনের খলিয়ানে থাকা খড়ের গাদায় কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। সকালে আব্দুল মতিন বাদী হয়ে নুরনবী সহ আরো কয়েকজনকে কে বিবাদী করে সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।
নূরনবী অভিযোগ করেন, তাদের ফাঁসাতে পূর্ব পরিকল্পিত ভাবে নিজের খড়ের গাদায় নিজেরা আগুন লাগায়। বিষয়টির প্রতিকার চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী নূরনবী।
আব্দুল মতিনের মুঠো ফোনে একাধিকবার ফোন করলে বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হইনি।
এ বিষয়ে জানতে চাইলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।