মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ১৫২ বোতল এসকাপ, ৩টি ডেবিট কার্ড, ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা সহ ০১জন গ্রেফতার।

মশিউর রহমান : উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব মোসাঃ সাদিরা সুলতানা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতি: উপ-পুলিশ কমিশনার জনাব শেখ সাব্বির হোসেন ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক আরিফুর রহমানের নেতৃত্বে, টিম-৩৪ এর সদস্যরা ০৯/০১/২০২৪ খ্রি. নগরীর খুলশী থানাধীন জিইসি মোড় সংলগ্ন গৃহায়ন ও গণপূর্ত অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৫০ বোতল এসকাপ, ০২টি মোবাইল ফোন, ০২টি ব্যাংকের ডেবিট কার্ডসহ মোঃ আলাউদ্দিন তসলিমকে আটক করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন বাগমনিরাম সারসন রোডের মুখে মুন্সি মিয়ার বাড়ির সপ্তম তলায় পুনরায় অভিযান পরিচালনা করে ২টি এসকাফের বোতল, মাদক বিক্রয়ের নগদ ৪২ হাজার টাকা ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের লেনদেনের কাজে ব্যবহৃত ব্যাংকের ০১টি এটিএম ডেবিট কার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি জব্দকৃত মাদকদ্রব্য এসকাপ কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে কমদামে সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ আশেপাশের এলাকায় উচ্চমূল্যে বিক্রয় করার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *