ইউপি সদস্য- চৌকিদারকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন।
মোঃ আরিফুর রহমান : শেরপুর নকলায় গোরস্থানের রাস্তায় হেলে পড়া সাজনা গাছের ডাল ভাঙ্গা নিয়ে দু- পক্ষের সংঘর্ষে রাজু আহাম্মেদ ৩৫ নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত ইউপি সদস্য ও চৌকিদার সহ অনান্য আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন- প্রতিবাদ সভা পালিত হয়েছে।
১৮ ডিসেম্বর সোমবার দুপুর ১১.৩০ মিনিট হতে নকলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এলাকাবাসীর উদ্বোগে ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মামলার বাদী নিহত রাজু আহাম্মেদের ভাই রুহুল আমিন ও স্ত্রী অন্তরা খাতুন সহ একই গ্রামের বেলায়েত হুসেন,সাজ্জাদ হোসেন, মোস্তফা কামাল, শহিদুল ইসলাম, রহুল আমীন ও সাবেক মেম্বার হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা হত্যার ঘটনায় জড়িত স্হানীয় ইউপি সদস্য মোঃ বাবুল,আবুবকর মুন্সি, রেজাউল সহ অনান্য আসামিদের ফাঁসির দাবি জানান। তারা বলেন ইউপি সদস্য বাবুল ও চৌকিদার রেজাউল এলাকায় সাধারন মানুষের উপর নানা ভাবে নির্যাতন চালায়, তাদের অপকর্মের প্রতিবাদ করলেই চলে নির্যাতন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বারাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় নকলা উপজেলার সুযোগ নির্বাহী কর্মকর্তা জনাব সাদিয়া উম্মুল বানিন জানান হত্যাকান্ডের সাথে জড়িত ব্যাক্তিরা যত শক্তিশালীই হোক না কেন তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্হা করা হবে। নির্বাহী কর্মকর্তা দরিদ্র অসহায় রাজু মিয়ার স্ত্রী ও তার ৩ সন্তানের লেখা পড়ার আর্থিক সহযোগিতার দায়িত্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবদুল কাদির মিয়া জানান, মামলার এজাহার ভূক্ত আসামি আবুবকর মুন্সিকে ইতিমধ্যেই গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেস্টা চলছে।
উল্লেখ্য গত ১০ ডিসেম্বর নকলা উপজেলার পাইস্কা এলাকায় গোরস্থানে মরদেহ দাফন শেষে বাড়ি ফেরার পথে সাজনা গাছের ডাল ভাঙ্গা নিয়ে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে রাজু মিয়া সহ অন্তত ১০ জন আহত হন।পরে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজুর ভাই রহুল আমীন বাদি হয়ে ইউপি সদস্য বাবুল ও চৌকিদার রেজাউল এবং একই গ্রামের আবুবকর সিদ্দিক মুন্সি সহ ৭ জনের নাম উল্লেখ করে আরও ৪/৫ জনকে অগ্যাত রেখে নকলা থানায় ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং জিআর-২৪৪/২০২৩। মামলায় একজন গ্রেফতার হলেও প্রধান আসামি সহ অন্যরা পলাতক রয়েছেন।