২২১ (দুইশত একুশ) বোতল ফেন্সিডিল, ১টি নীল রংয়ের ACE EX2 TATA পিকআপ গাড়ী, ৪টি ড্রামসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মশিউর রহমান : ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মো: আজিম-উল -আহসান মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল জনাব মুন্না বিশ্বাস এবংমহেশপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমান এর তত্বাবধানে মহেশপুর থানা, ঝিনাইদহ পুলিশের একটি আভিযানিক দল এসআই(নিরস্ত্র)/মোঃ আব্দুস সালাম সংগীয় ফোর্সের সহায়তায় গোপন তথ্যের ভিত্তিতে চেকপোষ্ট ডিউটি করাকালে সংবাদের একটি নীল রংেয়ের পিকআপ গাড়ী বেপরোয়া গতিতে আসতে থাকলে তাকে সিগন্যাল দিলে গাড়ীর চালক সিগন্যাল অমান্য করে গাড়ীর গতি নিয়ন্ত্রণ না করে ডিউটিরত পুলিশের গায়ের উপর দিয়ে গাড়ী চালিয়ে দেওয়ার চেষ্টাকালে পুলিশ আত্ব-রক্ষার্থে সাইড দিলে পরবর্তীতে আমি সংগীয় অফিসার ফোর্সসহ মোটরসাইকেল যোগে বেপরোয়া গতিতে চালানো গাড়ী চালককে ২/৩ কিঃমিঃ দুরে ধাওয়া করে অদ্য ১৮/১২/২০২৩ তারিখ মহেশপুর থানাধীন ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়নস্থ মান্দারবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মান্দারবাড়ীয়া মাঝপাড়া জামে মসজিদের পাশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে আসামি ১। আবু সাঈদ(২১), পিতা-শফিকুল, মাতা-আয়েশা ,স্থায়ী: গ্রাম- বাজে খড়িঞ্চা, থানা-চৌগাছা, জেলা -যশোরকে উপরোক্ত মাদক ও আলামত সহ গ্রেফতার করে তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *