অসাধু ব্যাবসায়ীদের কাছে ভোক্তারা জিম্মি : রাতারাতি পেঁয়াজ ২০০টাকা কেজি!

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের বাজার নিয়ন্ত্রণে কোন ভূমিকা না থাকায় অসাধু আড়ৎদার পেঁয়াজ ব্যাবসায়ীদের কাছে ভোক্তারা জিম্মি হয়ে পড়েছে। পাইকারী মূল্যে রাতারাতি পেঁয়াজ কেজিতে ৫০ ও ৮০ টাকা বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে ২০০টাকা কেজি পেঁয়াজ বিক্রি করা অভিযোগ উঠেছে। যেন বিষয়টি দেখারও কেউ নেই।
জামালপুর জেলার বড় আড়ৎদার ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজারের ব্যাবসায়ী লুৎফর রহমানের মেসার্স আলিফ ট্রেডার্সের খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার সকাল থেকে ভারত থেকে আসা এলসি পেঁয়াজ বন্দ হওয়া খবরে তারা দেশী পেঁয়াজ পাইকারী খুচরা ব্যাবসায়ীদের নিকট ১৭০ টাকা ও এলসি ১৫৫টাকা কেজি দরে বিক্রি করছেন।
এব্যাপারে মেসার্স আলিফ ট্রেডার্সের সরেজমিনে গিয়ে পেঁয়াজ আমদানি মূল্য তালিকা ও ক্রয় বিক্রয় রশিদ দেখতে চাইলে তারা দেখাতে পারেনি। অনেক পেঁয়াজ মজুদ দেখা গেছে গোডাউনে।

এদিকে পাইকারী বেশি দাম নেওয়ায় শনিবার জেলার দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ ও ইসলামপুর উপজেলাসহ বিভিন্ন বাজারে ভোক্তারা খুচরা ব্যাবসায়ী থেকে এলসি পেঁয়াজ ১৮০ ও দেশী পেঁয়াজ ২০০টাকা কেজিতে বিক্রি করছে। হঠাৎ কেজিতে ৮০টাকা বৃদ্ধি দামে পেঁয়াজ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা।

এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বিষয়টি জামালপুর ভোক্তা অধিদপ্তরের সাথে যোগাযোগ করে বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয় প্রদক্ষেপ নিবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *