মোল্লাহাটে মোবাইল কোর্টে নকল সার জব্দ ও অর্থ দন্ড
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪৩ কেজি ভেজাল ও নকল সার জব্দ এবং বিক্রেতার অর্থ দন্ড করা হয়েছে। সোমবার উপজেলার গাড়ফা বাজারে অভিযান পরিচালনাকালে মেসার্স মেধা এন্টারপ্রাইজ থেকে ৪১,৮৬৫ টাকা মূল্যের ১২১ কেজি নিবন্ধন বাতিলকৃত ভেজাল ও নকল সার জব্দ করা হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ কম্পাউন্ডে বিনষ্ট করা হয়। এসকল নকল ও ভেজাল সার বিনষ্ট কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ সালমান জামান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক আবদুল্লাহ ফারুক প্রমুখ।
কৃষি কর্মকর্তা অনিমেষ বালা জামান, সোমবার ভেজাল ও নকল সার বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ৪১,৮৬৫ টাকা মূল্যের মেসার্স আর,ডি,এল এ্যগ্রোকেমিক্যাল কোম্পানির ১৭.৫ লিটার ভক্সাল সুপার ও ১২১ কেজি, (মাস্টার গোল্ড ১৭ কেজি, রিয়েল গোল্ড ১৮ কেজি, রুট প্লাস ৫৭ কেজি, স্কয়ার জিঙ্ক ৪ কেজি, রিয়েল বোরন ২৫ কেজি), নিবন্ধন বাতিলকৃত ভেজাল ও নকল সার জব্দ করা হয়। এঘটনায় সার বিক্রেতার নগদ ৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড/জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা।