মহেশপুরে আইনের তোয়াক্কা না করে প্রধান সড়ক ঘেঁষেই চলছে নির্মান কাজ

মোঃ মশিয়ার রহমান টিংকু, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুশাডাঙ্গায় দত্তনগর-জিন্নানগর প্রধান সড়কের পাশে সরকারি রাস্তা ঘেঁষে চলছে নির্মান কাজ।নির্মানাধীন পাকা ঘরের সামনে থেকে প্রধান সড়ক পর্যন্ত সরকারি রাস্তার জমি দখল করে ইট,বালি,রড,সিমেন্ট দ্বারা দেওয়া হচ্ছে ঢালাই।সরেজমিনে জনাগেছে-মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের মোঃসোহাগ মিয়া গত ২০২২ ইং সালে কুশাডাঙ্গা গ্রামের মৃত নুরমোহাম্মদ মোল্লার ছেলেদ্বয় মোঃনাজির আহম্মেদ ও মোঃজাকির হোসাইন এর নিকট থেকে ৫.০২শতক জমি রাস্তার পাশদিয়ে খরিদ করে।সরকারি রাস্তার জমি ছেড়ে দিয়েই সে তার পাকা ঘর নির্মান করলেও ১৮-১১-২০২৩ইং তারিখে আইনের তোয়াক্কা না করে প্রধান সড়ক ঘেঁষে সরকারি রাস্তার জমি দখল করেই দিচ্ছে ইট সিমেন্টের ঢালাই।যা নাকি বাংলাদেশ সড়ক বিভাগ(সওজ) এবং ভূমি আইন এর বিধিমালা লঙ্ঘন।
এবিষয়ে মহেশপুর উপজেলাধীন স্বরুপপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা(নায়েব)শ্রী:নিকুঞ্জ সাহার নিকট জানতে চাইলে তিনি বলেন-সোহাগমিয়া আইন লঙ্ঘন করে শনিবার সরকারি অফিস আদালত বন্ধের দিন গোঁপনে সে রাস্তার জমি দখল করে নির্মানাধীন ঘরের সামনের অংশে রাস্তা ঘেঁষে ঢালাই দিচ্ছে,আমি জানতেপেরে মুঠোফোনে তাকে ঢালাইয়ের কাজ বন্ধ করতে বলি অথচ সে আমার কথা উপেক্ষা করে ঢালাই কাজ করেচলেছে।এবিষয়ে তিনি উপজেলার প্রধান ভূমি কর্মকর্তাকে অবহিত করে সোহাগ মিয়ার বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান।মহেশপুর উপজেলা নির্বাহীকর্মকর্তা ও উপজেলা ভূমিকর্মকর্তা(এসিল্যান্ড)মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছে এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *