মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ৪২০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১,০০,০০০ টাকা ও ২টি মোটরসাইকেলসহ আটক ৩ জন।
মশিউর রহমান : মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মো: শেখ সাব্বির আহমদের সার্বিক দিক-নির্দেশনায়, পুলিশ পরিদর্শক জনাব মো: আরিফুর রহমান নেতৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে ১২/১০/২০২৩ খ্রিঃ চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানাধীন নাসিরাবাদ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম, মো: টিপু ও মোঃ আজিজুর রহমানকে ৪২০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১,০০,০০০ টাকা ও ২টি মোটরসাইকেলসহ আটক করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে সংগ্রহ করে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহরে এনে ঘটনাস্থলে বিক্রি করার জন্য অবস্থান করছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।