কেএমপি গোয়েন্দা পুলিশের অভিযানে চুরির কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ ভ্যান ও অন্যান্য সরঞ্জামসহ আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় ০৪ (চার) সদস্য গ্রেফতার
মশিউর রহমান : গত ০৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ ০৮:১৫ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণটানা থানাধীন কৈয়াবাজারস্থ অনিলের মুদি দোকানের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর হতে ০১) মোঃ হালিম(৪০), পিতা-মোঃ ওয়াজেদ শেখ, সাং-তালিমপুর, থানা-রূপসা, জেলা-খুলনা; ০২) মোঃ রবিউল ইসলাম @ রাব্বিল@ রাসেল@ রুবেল কাজী(২৫), পিতা-আব্দুল গফুর, সাং-বড় বয়ার কলেজ মোড় (ময়নার বাড়ির ভাড়াটিয়া), থানা-খালিশপুর; ০৩) মোঃ রুমান(২০), পিতা-মোঃ কাওসার গাজী, সাং-তালিমপুর (হালিম এর বাড়ির ভাড়াটিয়া), থানা-রূপসা, জেলা-খুলনা এবং ০৪) মোঃ মাহামুদুল্লাহ @ মামুন(২০), পিতা-মোঃ খলিল আকন্দ, সাং-বাইনতলা, মজিদঘাটা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা’দেরকে চুরির কাজে ব্যবহৃত ক) একটি পিকআপ ভ্যান যার রেজিষ্টেশন নং- খুলনা মেট্রো-ন-১১-১৬১০, খ) তালা ভাঙ্গার বেনা ০২ টি, গ) তালা কাটার কাটারী ১৮ ইঞ্চি ০১ টি, ঘ) ছোট হাতুড়ী ০১ টি, ঙ) ছোট হাসুয়া ০২ টি, চ) কার্টিং প্লাস ০২ টি, ছ) সেলাই রেঞ্জ ০১ টি, জ) স্ক্রু-ড্রাইভার ০২ টি, ঝ) ছোট টর্চ লাইট ০১ টি এবং ঞ) ছোট ডাল রেঞ্জ ০২ টি সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত উক্ত চোর চক্রকে জিজ্ঞাসাবাদে জানা যায় খুলনা হতে পিকআপ ভ্যান যোগে পার্শ্ববর্তী জেলা সমুহ হতে গরু, সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মটর, কৃষিজাত পণ্য এবং অন্যান্য লোহার জিনিসপত্র রাতের অন্ধাকারে চুরি করে আসছিল।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে ০১ নং আসামী মোঃ হালিম এর বিরুদ্ধে ০১ টি চোরাই মামলা এবং ০৩ নং আসামী মোঃ রুমান এর বিরুদ্ধে ০৪ টি চোরাই ও চোরাই উদ্ধার মামলা পাওয়া যায়। এ সংক্রন্তে তাদের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা রুজু করা হয়েছে।