কেএমপির হরিণটানা থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ টি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ ০৩ (তিন) জন আসামী গ্রেফতার
মশিউর রহমান ঃ
কেএমপি’র হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করাকালে হরিণটানা থানাধীন জয়বাংলা মোড়ে অবস্থান কালে ২৩.১৫ ঘটিকার সময় গোপন সংবাদ পান যে, হরিণটানা থানাধীন আরাফাত আবাসিক প্রকল্পের জনৈক মনিরুজ্জামানের দোতলা বাড়ির নিচতলার বন্ধ দোকানের সামনে কতিপয় ব্যক্তি চোরাই মোটর সাইকেলসহ অবস্থান করছে। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ উল্লেখিত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি এ্যাশ কালারের Apache RTR 160 cc মোটর সাইকেল ফেলে রেখে আসামীরা দৌঁড়ে পালিয়ে যাবার সময় হরিণটানা থানার অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১) মোঃ বাবু বন্দে(২৪), পিতা-মোঃ হাফিজ বন্দে, এ/পি সাং-ছোট বয়রা, ইসলামীয়া কলেজের সামনে, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ প্রিন্স শেখ (২২), পিতা-মৃত: শামসের শেখ, পালক পিতা-মৃত মন্টু শেখ, স্থায়ী সাং-চাচুড়ি কদমতলা, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি সাং-শাশ্মাটঘাট আল-আকসা নগর, থানা-হরিণটানা খুলনা মহানগীদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকমত আসামীদ্বয়কে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা উল্লেখিত Apache RTR 160 cc মোটর সাইকেলটি চোরাই জেনেও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। তখন নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে হরিণটানা থানা পুলিশ মোটর সাইকেলটি জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের প্রাথমিক জিজ্ঞাসবাদে দেওয়া তথ্য অনুযায়ী তাদের অপর সহযোগী আসামী ৩)মোঃ মাসুদ রানা (৩০), পিতা-মোঃ মাহাতাব শেখ, সাং-আল আকসা নগর, থানা-হরিণটানা, খুলনা মহানগরীকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে একটি Pulsar 150 cc সাইকেল উদ্ধার করা হয়। ০৩ নং আসামী মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, ইতিপূর্বে তারা আরো একটি চোরাই মোটর সাইকেল ক্রয় করে পলাতক ০৪ নং আসামী মোঃ আল আমিন মোল্লা(২৭), পিতা-আইয়ুব আলী মোল্লা, সাং-শশ্মানঘাট, আল আকসা নগর, থানা-হরিণটানা, খুলনা মহানগরীর নিকট বিক্রি করেছে ৩নং আসামী মোঃ মাসুদ রানা (৩০) এর দেওয়া তথ্য মোতাবেক পলাতক আসামী মোঃ আল আমিন মোল্লা (২৭) এর বাড়িতে অভিযান পরিচালনা করে তার টিনশেড বসত ঘরের সামনের বারান্দা হতে একটি নীল কালো কালারের Pulsar 150 cc মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরাসহ তাদের পরিবারের লোকজন কেউই উক্ত মোটর সাইকেল দুইটির কোন বৈধ কাগজপত্র পুলিশকে দেখাতে পারেনি। ধৃত আসামীরা অভ্যাসগত ভাবে চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের একটি সক্রিয় সংঘবদ্ধ চক্রের সদস্য। এই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হরিণটানা থানার মামলা নং-০৩, তারিখ-০৬/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।গ্রেফতারকৃত আসামীদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করা হবে।