চট্টগ্রামে চোরাই সেগুনকাঠসহ ইউপি সদস্য গ্রেপ্তার

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ নেয়ামূল হোসেন : মিরসরাই উপজেলায় অবৈধভাবে বন বিভাগের সংরক্ষিত বনের সেগুন গাছ কেটে পাচার করার সময় আব্দুল্লা আল মামুন নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (ইউপি) গ্রেপ্তার করেছে বন বিভাগ ও পুলিশের একটি যৌথ দল। মামুন মিরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকার আবু তাহেরের ছেলে। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তালবাড়িয়া রেল স্টেশনের উত্তর পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শাহেনশাহ নওশাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে একটি পিকআপে ১১ খন্ডের ২০ ঘনফুট অবৈধ সেগুনকাঠসহ আব্দুল্লা আল মামুনকে হাতেনাতে ধরেছি আমরা। তার বিরুদ্ধে আগেও সংরক্ষিত বনের গাছ কেটে পাচারের অভিযোগ ছিলো। উদ্ধার করা কাঠ ও আসামীকে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। এ ঘটনায় বন আইনের আওতায় সংরক্ষিত বনের গাছ কাটা ও পাচারের অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে ।

জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সংরক্ষিত বনের অবৈধ সেগুনকাঠসহ ইউপি সদস্য আব্দুল্লা আল মামুনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বন বিভাগ মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নওশাদ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *