রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ০৫(পাঁচ) গ্রাম হেরোইনসহ আটক দুই।
মশিউর রহমান : রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায় অদ্য ২৮-০৯-২০২৩ খ্রিঃ তারিখ ১১.১৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর নতুন পাড়া সাকিনস্থ জনৈক তৌহিদ কাসাই (৩২), পিতা-শহীদ কসাই এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ মিলন মোল্লা ওরফে মিলন কসাই (৫৩), পিতা-মৃত আক্কাস মোল্লা, ২। মোঃ আব্বাস শেখ (৪০), পিতা-মৃত মিজানুর শেখ, উভয় সাং-বিনোদপুর নতুনপাড়া, ওর্য়াড নং-০৯, রাজবাড়ী পৌরসভা, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদ্বয়কে মোট ৩৫+১৫=৫০ (পঞ্চাশ) পুরিয়া হেরোইন, ওজন ০৫(পাঁচ) গ্রাম, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য সিডিএমএস যাচাই করে দেখা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী ধৃত আসামী মোঃ মিলন মোল্লা ওরফে মিলন কসাই এর বিরুদ্ধে পূর্বে ১৭ টি এবং ধৃত আসামী মোঃ আব্বাস শেখ এর বিরুদ্ধে একধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।