সৈয়দপুর পৌরসভায় দুর্নীতি করে হিসাবরক্ষক তাহের এখন কোটিপতি

ডেস্ক রিপোর্ট : সৈয়দপুর পৌরসভার হিসাব রক্ষক আবু তাহের সৈয়দপুর পৌরসভা প্রথমে মাস্টার রোল কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তার বাবা ছিল সৈয়দপুর পৌরসভার কর র্নির্ধারক কর্মচারী। সংসারে অভাব থাকার কারণে তার ছেলেকে নিয়ে আসে পৌরসভায়মাস্টার রোল কর্মচারী হিসেবে চাকরি নিয়ে দেন। পৌরসভা দীর্ঘদিন মাস্টাররোল থাকার কারণে পৌরসভার অনিয়ম দুর্নীতি টাকা ইনকামের সমস্ত জায়গা গুলো তার নখদর্পনে চলে আসে। সাবেক বিএনপি দলীয় মেয়র আমজাদ হোসেন সরকারের সময়ে এসে বিএনপিতে নাম লেখিয়ে পৌরসভার অ্যাকাউন্টেন্ট পদে চাকরি নেন। এবং তার সেই পুরাতন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পৌরসভা কে দুর্নীতির আখড়ায় পরিণত করে। তার গ্রামের বাড়িতে তার বাবার সময় গ্রামের কোন আবাদি জমি না থাকলেও বর্তমানে রয়েছে প্রায় ১০ একর উপরে জমি। গ্রামে দিয়েছেন বিশাল একটি ব্যবসা কেন্দ্র সৈয়দপুর শহরে হিসাব রক্ষক আবু তাহেরের এর নামে রয়েছে কাজির হাটে একাধিক মূল্যবান জমি সৈয়দপুর ফায়ার সার্ভিস এর অফিসের সামনে রয়েছে কোটি টাকার মূল্যের জমি। নিম বাগানে নির্মাণ করছেন বিলাসবহুল বহুতল ভবন। এ ব্যাপারে কাজির হাটের একাধিক বাসিন্দা সহ সৈয়দপুর পৌরসভার একাধিক ব্যক্তি অভিযোগ করেন যে। হিসাবরক্ষক তাহের এখন সৈয়দপুর পৌরসভার একাধিক দুর্নীতি করে দুর্নীতির টাকা মেয়রের সঙ্গে ভাগ বাটোয়ার করে খাচ্ছেন। বর্তমান মেয়র রাফিকা আক্তার জাহান বেবি শপথ গ্রহণের পর তাকে বদলি করলেও অবৈধ টাকা তদবির করে আবারও সৈয়দপুর পৌরসভায় মেয়রের সঙ্গে লাইন ঘাট করে সৈয়দপুর পৌরসভার ফেরত আসে। পৌরসভায় কোন সাধারণ নাগরিক সেবার জন্য গেলে কিংবা নকশা অনুমোদনের জন্য গেলে মেয়রের টেবিল থেকে সরাসরি জানিয়ে দেওয়া একাউন্টেনের সঙ্গে যোগাযোগ করেন। নাম প্রকাশ না করার শর্তে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক স্বনামধন্য ও প্রভাবশালী নেতা অভিযোগ করেন যে একাউন্টেন্ট এবং মেয়র মিলে সৈয়দপুর পৌরসভা কে লুটেপুটে খাচ্ছে। এ ব্যাপারে একাধিক ব্যক্তি অভিযোগ করেন যে দুদক কর্তৃক তাকে নোটিশ প্রাপ্ত হলে তার তথ্য সম্পদ বিবরণী জমা নিলে বেরিয়ে আসবে তার দুর্নীতির ভয়াবহ চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *