দর্শনা থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে ০২(দুই) জন ডাকাত সদস্য গ্রেফতার|| ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার

মশিউর রহমান : দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানাধীন তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) ফকির ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান, গ্রেফতারী পরোয়ানা তামিল ও ক্যাম্প এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০.০৯.২০২৩ তারিখ (০৯.০৯.২০২৩ দিবাগত রাত) আনুমানিক ০১:১৫ ঘটিকায় দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের সাড়াবাড়ীয়া গ্রামস্থ ওয়াহেদ মিয়ার ইট ভাটার পশ্চিম পাশে গড়াইটুপি হতে সাড়াবাড়ীয়া বাজারগামী পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১। মোঃ মনির হোসেন (৩২), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-মোছাঃ জাহানারা বেগম, ২। মোঃ রফিকুল ইসলাম (৪১), পিতা-মৃত কদম আলী, মাতা-জরিনা খাতুন, উভয় সাং-গবরগাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতারপূর্বক ঘটনাস্থল হতে ডাকাতির কাজে ব্যবহৃত ১। ০১(এক) টি গাছ কাটা লোহার করাত, যা লম্বা ৫ ফুট, ২। ০২(দুই) টি লোহার রডের কাটা অংশ, যা প্রতিটি লম্বা ১৭ ইঞ্চি এবং প্রতিটি এক প্রান্ত সুচাল, ৩। ০২(দুই) টি হাসুয়া, যা বাট সহ লম্বা ১৯ ইঞ্চি, ৪। ০১(এক) টি সুতার পাকানো রশি, যার দৈর্ঘ্য ৫৬ ফুট, ৫। ০৪(চার) টি বাঁশের লাঠি, যার প্রতিটি লম্বা ২.৫ ফুট, ৬। ০১(এক) টি কেটে ফেলা গাছের গুড়ি, যার দৈর্ঘ্য ০৬(ছয়) ফুট, ৭। ০৬(ছয়) টি বিভিন্ন সাইজের পুরাতন ব্যবহৃত স্যান্ডেল উদ্ধারপূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *