সাতক্ষীরার দেবহাটার ডাড়ার খালে জাল-পাটা দিয়ে মাছের ঘের করার অভিযোগ। খাল উন্মুক্ত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার
এল্লারচর-ডাড়ার খালে নেট,
পাটা ও জাল দিয়ে মাছের ঘের করেছে কতিপয় কিছু ব্যক্তি বলে অভিযোগ উঠেছে। এ
কারনে ওই খালের উন্মুক্ত মাছ ধরতে পারছেনা সাধারণ মানুষ। খাল সংস্কার
করার পর থেকে সুকুমার সরকার, বাবু লাল বিহারী, জুয়েল বিহারী সরকারসহ একটি
চক্র খালে নেট, পাটা ও জাল দিয়ে ঘের করে মাছ চাষ করে আসছে। একারনে
উন্মুক্ত খালে স্থানীয় সাধারণ মানুষ মাছ ধরতে পারছেনা। এবিষয়ে দেবহাটার
কুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বলেন-তিনি বার বার বলার সত্তেও
এল্লারচর-ডাড়ার খালের নেট পাটা তুলছেনা তারা। তিনি ডাড়ার খালের অবৈধ জাল,
নেট-পাটা জব্দ করে খাল উন্মুক্ত করার জন্য দেবহাটা উপজেলা নির্বাহী
অফিসার, উপজেলা মৎস্য অফিসার ও জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *