মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ৪২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মাইক্রোবাসসহ আটক ২ জন।
মশিউর রহমান : মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় , অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মো: শেখ সাব্বির আহমেদের তত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব মো: আরিফুর রহমানের নেতৃত্বে, টিম-৩৪ এর সদস্যরা ২৯/০৮/২০২৩ খ্রিঃ নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজের উত্তর পাশে সিটি বাসস্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ওমর ফারুক প্রকাশ জনি ও মোঃ আনোয়ার হোসেনকে ৪২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মাইক্রোবাসসহ আটক করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায় যে তারা উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের অজ্ঞাতনামা ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে মাইক্রোবাসের বোনাট এর ভিতর সুকৌশলে বিশেষ কায়দায় লুকিয়ে ফেনী শহরে নিয়ে উচ্চমূল্যে বিক্রি করার উদ্দেশ্যে ঘটনাস্থল দিয়ে চট্টগ্রাম শহর পার হচ্ছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।