মির্জাপুর ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা

রাহিদ রানা,টাংগাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মির্জাপুর উপজেলাসহ সারাদেশের ১২৩টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন । উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্স অনুষ্ঠান সরাসরি দেখার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকতা শেষে উপজেলার ৬৪ জন ভূমি ও গৃহহীন উপকারভোগী পরিবারের হাতে ঘরসহ জমির দলিল হস্তান্তর করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শামীম আরা রিমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা প্রমুখ।

চতুর্থ ধাপের ৬৪টি পরিবারসহ এ উপজেলায় মোট ৪১৯ ভূমি ও গৃহহীন পরিবারকে ঘরসহ জমি হস্তান্তর করা হয়েছে বলে সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *