দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৪০০০ (চার হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
মশিউর রহমান : চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার দিকনির্দেশনায় জেলার প্রত্যেকটি থানা এলাকায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জনাব বিপ্লব কুমার সাহা, অফিসার ইনচার্জ, দর্শনা থানার নেতৃত্বে এসআই (নিঃ) খান আঃ রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩১.০৭.২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪.৫০ ঘটিকার সময় দর্শনা থানাধীন মোহাম্মদপুর গ্রামস্থ জনৈক মোঃ মিন্টু মিয়ার বাড়ীর নিচ তলার ভাড়াটিয়া পলাতক আসামী মোঃ মিলন হোসেন (২৯), পিতা-আব্দুর সালাম, সাং-মোহাম্মদপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার ভাড়া বাসার বারান্দা হতে ৪০০০ (চার হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার মূল্য অনুমান টাকা ৬,০০,০০০/- (ছয় লাখ মাত্র) এবং ঘটনাস্থলে ফেলে যাওয়া আসামীর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে। বর্তমানে আসামীর বিরুদ্ধে ৪টি মামলা তদন্তাধীন আছে।
আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।