রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল সেট সহ আটক এক।
মশিউর রহমান : গিয়েছি অনেক দূর, যেতে হবে বহুদূর। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায় অদ্য ২৮-০৭-২৩ খ্রিঃ তারিখ ১৮:১৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন শাহাদৎ মেম্বার পাড়া সাকিনস্থ উত্তর দৌলতদিয়া বাস টার্মিনালের কুষ্টিয়া কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ শহিদুল খন্দকারআম্বি শহিদ(৪২), পিতা-মৃত সৈয়দ আলী খন্দকার, গ্রাম-বাহির চর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে ৫০০ (পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৫০ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, এবং ধৃত আসামীর মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল সেট সহ হাতে-নাতে গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। ধৃত আসামী মোঃ শহিদুল খন্দকারআম্বি শহিদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বে ১২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময় জনগনের পাশে আছে।