বান্দরবান লামায় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ ও ভ্যান বিতরণ
মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী নিজস্ব সংবাদদাতা,বান্দরবান : “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন করছে লামা উপজেলা মৎস্য অফিস। এই উপলক্ষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন প্রোগ্রামের অংশ হিসেবে আজ মঙ্গলবার উপজেলায় বর্ণাঢ্য সড়ক র্যালীর আয়োজন করা হয়। এছাড়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও উপজেলায় মৎস্য সেক্টরের বিভিন্ন খাতে অবদানের জন্য তিন জন সফল মৎস্য চাষীকে পুরষ্কার প্রদান করা হয়। পাশাপাশি বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলায় ৫ জন মৎস্যজীবীর মধ্যে প্যাডেল চালিত ভ্যান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদ উদ্দিন, মিলকী রানী দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা আইসিটি অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, ব্যবস্থাপক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা পরিসংখ্যান অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কারিতাস মাঠ কর্মকর্তা, ওয়ার্ল্ড ফিস অফিসার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি ইউসুফ মজুমদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ মৎস্যচাষী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।