নকলায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

মোঃ আরিফুর রহমান স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
১৯ জুলাই বুধবার দুপুর ১.১৫ মিনিট হতে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়।
উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক জনাব সাহেলা আক্তার।
বিভাগীয় কমিশনার এর মতবিমীময় ও গৃহীত কর্মসুচি উদ্বোধন
শেরপুর নকলা উপজেলা পরিষদের হল রুমে বুধবার বিভাগীয় কমিশনার ময়মনসিংহ উন্মে সালমা তানজিয়া এক মতবিনিময় সভায় বলেন জনগনের সেবা দিতে সরকার আমাদের এখানে দিয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন সাধারণ জনগনের অর্থের টাকায় আমাদের বেতন হয়,তাই যে কোন লোক আপনাদের কাছে আসলে তারা যেন তাদের কাংঙ্খিত কাজের পূর্ণ সহযোগিতা নিয়ে জেতে পারে, সে বিষয়য়ে আপনারা আরও আন্তরিক থাকার পরামর্শ দেন। তিনি উপজেলা কর্মকর্তাদে আরও বলেন আপনাদের দ্বারা কেউ যেন তাদের ইচ্ছে মতো সুবিধা গ্রহন এবং প্রভাবিত না করে। জনগণের সেবা করাই আমাদের উদ্দেশ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদিয়া উম্মুল বানিন তার বক্তব্যে বলেন আমি নকলা উপজেলার দায়িত্বে থেকে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে নকলা উপজেলাকে বাংলাদেশের একটি মর্ডেল উপজেলা হিসেবে বেগম মতিয়া চৌধুরীর নির্বাচনী আসনের মধ্যে মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠিত করতে আমি বদ্ধ পরীকর। সাদিয়া উম্মুল বানিন সাহেবের বিভিন্ন কার্যক্রমে সাফল্য বিষয়ে বলতে গিয়ে সংবাদিক জনাব জাহাঙ্গীর আলম বলেন নবাগত নকলা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার যে অল্প সময়ের মধ্যে নকলা উপজেলাকে একটি সমৃদ্ধশালী উপজেলায় পরিনতি করতে সক্ষম হয়েছেন, তাঁর জন্য নকলার সকল সংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক অবিন্দন জানান। কমিশনার সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর আত্মজীবনী মূলক একটি প্রবন্ধের উদ্বৃতী দিয়ে বলেন আমি কোন দল করিনা, তবে বেগম মতিয়া চৌধুরীর জীবনি আমি যতই পড়েছি ততই আমার দেশের প্রতি মমত্ববোধ আরও বৃদ্ধি পায়েছে।আমি যতদিন সরকারের হয়ে দায়িত্ব পালন করব ততদিন বেগম মতিয়া চৌধুরী তথা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সপ্নের সোনার বাংলা গরীতে আমি এবং আমার অধীনস্থ সকলের প্রতি উদ্বাস্তু আহবান থাকবে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, মাননীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী নকলা বাসির উন্নয়নের জন্য বিভিন্ন সময় যোগ উপযোগী নানাবিধ পরিকল্পনা গ্রহণ করে আসছে। নকলা উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন আহমেদ বলেন সুদুর পিয়ারপুরের তলদে থেকে গাড় পাহাড়ের তলদেশে পর্যন্ত পায়ে মোজা পরে একটি লোক যাতায়াত করতে কোন প্রকার অসুবিধা হয়না,কারন বেগম মতিয়া চৌধুরী নকলা উপজেলার আনাচে কানাচে উন্নয়নে বাকী রখেন নাই। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার শেরপুর, ইউ এন ও সাদিয়া উম্মুল বানিন, উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়ের হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াদ মাহমুদ, মুক্তিযোদ্ধা আবুল মনসুর,কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরছালিন, উপজেলার অনান্য কর্মকর্তা, ইউ পি চেয়ারম্যান নূরে আলম তালুকদার, কামারুজ্জামান গেন্দু, প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে কমিশনার পরিষদের চত্তরে গাছ চারা রোপন করেন। ।ভীক্ষুক পূর্ণবাসন করার জন্য নয় নং চন্দ্রকোনা ইউপি চেয়ারম্যান কামারুজ্জামান গেন্দুর অর্থায়নে জাহিদা নামের এক মহিলা ভীক্ষুককে সহ দুটি দোকান ঘর ও দোকানে বিক্রির জন্য কিছু মালামাল বরাদ্দ দেওয়া হয়। পরিশেষে গার্ড অব অনার দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *