বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে ১০ হাজার সহ আটক -১ ২০ টি মায়ানমারের গরু জব্দ
মোঃ মোরশেদ আলম চৌধুরী বান্দরবান : বান্দরবান নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।
রোববার আনুমানিক দুপুর দুটার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ ভালুখাইয়া বিওপির নিয়মিত টহল দল কর্তৃক বিওপি হতে উত্তর-পশ্চিম দিকে সীমান্ত মেইন পিলার-৪৯ হতে বাংলাদেশের অভ্যন্তরে গুদিয়াকাটা নামক স্থান হতে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ১টি স্মার্ট মোবাইল সহ একজন আসামীকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম মোরশেদ (২০), পিতা-আবদুর রহিম, সাং- শুকমনিয়া, পোস্ট- গর্জনীয়, থানা- রামু, জেলা- কক্সবাজার।
আটককৃত আসামীকে ইয়াবা সহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে জারুলিয়াছড়ি বক্কর টিলা হতে অবৈধ পথে আসা মায়ানমারের ২০ টি গরু জব্দ করা হয়েছে
১১ বিজিবি অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম বলেন
চলিত বছর জানুযারি হতে এ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ২৫ ( পচিশ ) কোটি টাকা সরকারী কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।