টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে একজন গ্রেপ্তার
রাহিদ রানা, টাংগাইল : সখীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৩ জুন শুক্রবার উপজেলার দেওবাড়ী বাজারের উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফ খান ওরফে হাকিম মিয়ার ছেলে মোঃ বাবুল খান ওরফে বাবু (২৯) ও ফরিদপুর জেলার সালথা উপজেলার নটখোলা গ্রামের নুরু শেখ ছেলে রাজিব শেখ (৩৫)।এ সময় ডাকাতিতে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১টি রামদা, ১টি কাটার, ১টি চাপাতি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল উপজেলার দেওবাড়ী বাজারের উত্তরপাড়া মোঃ আলম মিয়ার দোকানের পিছনে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিলো। তাৎক্ষণিক সখীপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থল হতে ২জন ডাকাতকে গ্রেপ্তার করেন এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১টি দা, ১ টি চাপাতি, ১টি ভোল্ট কাটার উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই সহকারী উপপরিদর্শক আজিজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ডাকাতদের গ্রেফতার করা হয়েছে । সাত দিনের রিমান্ডে চেয়ে আজ শনিবার আদালতও সোপর্দ করা হয়েছে।