জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১৯০ (একশ নব্বই) বোতল ফেন্সিডিল, ০১ কেজি গাঁজা, ০২ বোতল ভারতীয় মদ উদ্ধার || গ্রেফতার-০১জন
মশিউর রহমান : চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় প্রতিটি থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জনাব মোঃ নাসির উদ্দিন মৃধা, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ)/মোঃ নাহিরুল ইসলাম, এসআই(নিঃ)/এসএম রায়হান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে জীবননগর থানাধীন খয়েরহুদা রিফুজিপাড়া গ্রামস্থ মোছাঃ হাসিনা খাতুন (৪০) এর ঘরের ভিতর হতে ২২.০৬.২০২৩ তারিখ দিবাগত রাত আনুমানিক ০০.৪৫ ঘটিকায় আসামি ১। মোছাঃ হাসিনা খাতুন(৪০), স্বামী-মোঃ ইনামুল হক, গ্রাম- খয়েরহুদা (রিফুজী পাড়া), থানা- জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে অবৈধ মাদকদ্রব্য ১৯০ (একশ নব্বই) বোতল ফেনসিডিল ও ০১ কেজি গাঁজা এবং ০২ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।