মাগুরার শ্রীপুরে দু-পক্ষের সংঘর্ষে আহত ৫, ব্যাপক ভাংচুর-লুটপাট

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে ৫ জন আহত ও ব্যাপক ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামে বুধবার দুটি আলাদা সংঘর্ষে সকালে ও সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বড় ধরণের সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, মহেশপুর গ্রামের ৫ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়ারুল শেখ ও ওয়াজেদ আলী মেম্বর সমর্থকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে বুধবার সকালে ও সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের রুপবান বেগম (৫০) ও চম্পা বেগম (২৫), পল্টু (৪৫), আনিচ (২৭), ফরিদ জোয়ার্দার (৩৫) সহ ৫ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় জিয়ারুল শেখ গ্রুপের মিলন, রিপন, শরাফত, সদর আলী, ইউনুস শেখ এবং ওয়াজেদ মেম্বর গ্রুপের রেজাউল, ছত্তারসহ উভয় পক্ষের প্রায় ২০ টি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ বিষয়ে জিয়ারুল শেখ বলেন, বিভিন্ন সময় ওয়াজেদ মেম্বরের লোকজন আমার কাছে প্রতিমাসে ইটের ভাটা পরিচালনার জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা আমার ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বুধবার সকালে তারা ইটভাটায় আমার ম্যানেজার জাকিরের উপর হামলা করে ইট বিক্রি করা ৫০ হাজার ৭ ‘শ টাকা ছিনিয়ে নেয়। হামলার পরেও তারা আমার লোকজনের বাড়ি ভাংচুর ও লুটপাট শুরু করে। এর পরেই মারামারির ঘটনা ঘটে।

এ বিষয়ে ওয়াজেদ আলীর সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে রাজী হয়নি। তবে ওয়াজেদ মেম্বরের ভাতিজা শরিফুল ইসলাম বলেন, জিয়ারুল শেখের লোকজন পল্টু, আনিচ ও ফরিদ জোয়ার্দারকে মারধর করে। এ সময় তারা আমাদের বেশ কয়েকটি বাড়ি ভাংচুর করেছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *