মোল্লাহাটে ভুয়া চিকিৎসা বিরোধী মোবাইল কোর্টে ২’টি চেম্বার বন্ধ ও অর্থদন্ড

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে ভুয়া চিকিৎসক ও প্রতিষ্ঠান বিরোধী মোবাইল কোর্ট পরিচালনাকালে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চৌধুরী মেডিকেল এন্ড ফিজিওথেরাপি সেন্টার ও মা ডেন্টাল কেয়ার নামে ২’টি চেম্বার বন্ধ ও নগদ অর্থদন্ড করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বুধবার দুপুর সাড়ে ১২ টায় মোল্লাহাট কেআর কলেজ সংলগ্ন সড়কের ওই ২’টি প্রতিষ্ঠান তালা বদ্ধ (বন্ধ) ও নগদ অর্থদন্ড করেন।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন জানান, দীর্ঘ দিন ধরে হৃদয় কুমার ও সঞ্জয় নামে দুই ব্যক্তিসহ আরও কয়েকজন নিজেকে ডাঃ পরিচয় দিয়ে ভুয়া চিকিৎসা কার্যক্রম করে চলেছে। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে এবং চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাই সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অভিযান পরিচালনা সহ এদেরকে শাস্তির আওতায় আনা জরুরি। তাই উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় আজ বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চৌধুরী মেডিকেল এন্ড ফিজিওথেরাপি সেন্টার বন্ধ (তালা বদ্ধ) করা সহ এর হোতা ডাক্তার পরিচয়ধারী হৃদয় কুমারের নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় মা ডেন্টাল কেয়ার বন্ধ করা সহ ডাক্তার পরিচয়ধারী সঞ্জয় মহন্তের নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

মোবাইল কোর্ট পরিচালনার উক্ত সংবাদ কোন মিডিয়ায় প্রচার না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন হৃদয় কুমার ওরফে ডাঃ হৃদয় ওরফে থেরাপি ডাঃ হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *