ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলার ১ নং ধর্মগড় ইউনিয়নের চেকপোষ্টের উত্তর কলোনির বাসিন্দা এক কৃষককে ভারতের বিএসএফ জওয়ানদের গুলিতে নিহত হয়েছেন।অদ্য ১০/০৬/২৩ ইং তারিখ রোজ শনিবার সরজমিনে গিয়ে জানা যায় সকাল ১২ঘটিকার সময় মোঃ জিন্নাত পিতা মৃত মফিজ উদ্দিন সাং উত্তর কলোনি। তিনি তার গরু ঘাস খাওয়ার জন্য বাংলাদেশ ও ভারত পাশাপাশি নাগর নদীর কাছে ছেড়ে দেয়। এমতাবস্থায় জিন্নাতের গরু ভারতের সীমান্ত এলাকার কাছাকাছি চলে গেলে অনুমানিক দুপুর ১ টার সময় মোঃ জিন্নাত তার গরু ফিরিয়ে আনতে গেলে ভারতের বিএসএফ জওয়ানরা তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে এতে মোঃ জিন্নাতের কমরের নিচে গুলি বিদ্ধ হয়। পরে তাকে এলাকার লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেছেন এই বিষয়ে কেউ সঠিক ঠিকানা আমাদের দেয়নি। ঠিকানা জানতে চাইলে এলাকার লোকজন বলে তার ঠিকানা দিলে পুলিশ প্রশাসনের ঝামেলা হবে। পরে আমারা খোঁজ নিয়ে জানতে পারি গুলি বিদ্ধ মোঃ জিন্নাতকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ গুলফামুল ইসলাম মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা খবর পেয়েছি ঐ ব্যক্তি ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *