রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজাসহ আটক এক।

মশিউর রহমান : চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় ০৯-০৬-২৩ খ্রিঃ তারিখ ১৩:২৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর সাকিনস্থ খানখানাপুর বাজার সংলগ্ন মহাশশ্বান ঘাটের প্রধান ফটকের সামনে ইটের রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আলাল হোসেন (40), পিতা-মৃত ইরফান শেখ, গ্রাম-উত্তর দৌলতদিয়া (ফেলু মোল্লার পাড়া), থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী, এ/পি-রুপপুর (আখ সেন্টার), ইউপি-শহিদ ওহাবপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেন। উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী মোঃ আলাল হোসেনের বিরুদ্ধে ০৮(আট) টি মাদকদ্রব্য আইনের মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। গিয়েছি অনেক দূর যেতে হবে বহুদূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *