মোল্লাহাটে সোনালী ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরি
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে সোনালী ব্যাংক লিমিটেড শাখার কাউন্টার টেবিল থেকে শান্তি রঞ্জন বিশ্বাস নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার বেলা ১ টায় মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজার সোনালী ব্যাংক শাখার নগদ গ্রহণ (জমা) কাউন্টার থেকে এ অভিনব চুরি হয়।
এঘটনায় ভিডিও ফুটেজের আলোকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা যায়, মোল্লাহাট উপজেলার ঘোড়াদাইড় গ্রামের শান্তিরঞ্জন বিশ্বাস ব্যবসায়িক কাজে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঠানোর জন্য উক্ত শাখায় গিয়ে জমা কাউন্টার টেবিলের সামনে দাঁড়ান এবং টেবিলে টাকা রাখেন। তখন কৌশলে পঞ্চাশ হাজার টাকা (এক বান্ডিল) চুরি হয়। যা ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ করা রয়েছে।
উক্ত চুরির ঘটনায় জড়িতদের সনাক্তের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে শান্তি রঞ্জন বিশ্বাস ও তার স্ত্রী বুলু রানী বিশ্বাস জানান, লোনের টাকা দিয়ে সিজনাল ব্যবসা করে তাদের সংসার চালান। এর পূর্বেও এই ব্যাংক (শাঁখা) হতে অন্যান্য গ্রাহকের টাকা চুরি হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও উল্লেখ করেন তারা। শান্তি রঞ্জন বিশ্বাস আরো বলেন, চুরির বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করে ব্যাংক কর্তৃপক্ষ তার সাথে দুর্ব্যবহার করেছে।
উক্ত শাখা ব্যবস্থাপক রবীন্দ্র নাথ দত্ত বলেন, হেড অফিসের অনুমতি ছাড়া তিনি কোন বক্তব্য দিতে পারবেন না এবং চুরি সংক্রান্ত ভিডিও ফুটেজ দেয়া যাবে না। এর পূর্বেও এভাবে চুরির বিষয়ে উল্লেখ যোগ্য কোন পদক্ষেপ নিয়েছেন কি না ? এমন প্রশ্নেরও উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, লিখিত অভিযোগ পেয়েছেন, যথারীতি কার্যক্রম শুরু হয়েছে। যেহেতু চুরি হয়েছে, আবার সামনে কোরবানির ঈদ তাই, নিরাপত্তার জন্য সোনালী ব্যাংকে দুইজন পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংক কর্তৃপক্ষ মৌখিক জানিয়েছেন, লিখিত অভিযোগ দেয় নাই।