রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৩০০(তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক এক।
মশিউর রহমান : চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় অদ্য ০৬-০৬-২৩ খ্রিঃ তারিখ ২২:৫৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন নতুনপাড়া সাকিনস্থ মাল্লাপট্টি মোড় সংলগ্ন জনৈক মোঃ জুয়েল শেখ (২৫), পিতা-সামাদ শেখ এর মুদি দোকানের সামনে রাস্তার উপর হতে আসামী মোঃ ইলিয়াছ শেখ (২৫), পিতা-মৃত চাদাই শেখ, সাং- নতুনপাড়া, ইউপি-উজানচর, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে ৩০০(তিনশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।উক্ত আসামীকে মাদকের উৎস সম্পর্কে জিজ্ঞেস করলে সে গোয়ালন্দ ঘাটের মাদকের ডিলার আইয়ুব সরদার তাকে সরবরাহ করেছে বলে জানায় । উক্ত আয়ুব সরদারের বিরুদ্ধে নয়টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এ সংক্রান্তে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।