চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অভিযানে বিলুপ্তপ্রায় ০৭ তক্ষকসহ গ্রেফতার ০৫
মশিউর রহমান : চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস. এম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) জনাব আসাদুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নি: জনাব কামরুজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ০৫/০৬/২০২৩ খ্রি. ১২.৩০ ঘটিকায় ডিবির একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড থানাধীন চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কে বড় কুমিরার কিং অফ কুমিরা কনভেনশন হল এর সামনে থেকে আসামী ০১। মোঃ নীলচাঁন শেখ প্রঃ রাব্বি (২৬), পিতা-বাবুল শেখ, মাতা-নিলু বেগম, সাং-কদমতলা দক্ষিণ পাড়া, ৩নং ওয়ার্ড, কদমতলা ইউপি, ২। মোঃ আলী আকবর শেখ (৩০), পিতা- মৃত জাফর শেখ, মাতা- হেনা বেগম, ০৩। ইমাম শেখ (২২), পিতা- আবদুল জলিল শেখ, মাতা- রাজিয়া বেগম, সর্ব সাং- উত্তর কদমতলা, ওয়ার্ড নং-০২, কদমতলী ইউপি, সর্ব থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর, ০৪। মোঃ জাহাঙ্গীর আলম(৪৭), পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা- মনোয়ারা বেগম, সাং-আবিদর পাড়া, কাঠের মসজিদ, পশ্চিম গলি, জিন্নত আলী মালমের বাড়ীর নিচ তলার ভাড়াটিয়া, ওয়ার্ড নং-০৭, থানা- ডবলমুরিং, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, ০৫। মোঃ মুক্তার হোসেন (৪৫), পিতা- মৃত সুজাইতউলা, মাতা- জিন্নতেন্নছা, সাং-শরিফপুর, ভবানিগঞ্জ, ০৭ নং ওয়ার্ড, ভবানিগঞ্জ ইউপি, থানা+জেলা- লক্ষীপুরদেরকে গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে বিলুপ্ত প্রায় ০৭ (সাতটি) বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তক্ষকগুলোকে জব্দ তালিকা মুলে জব্দ করেন। জব্দকৃত বিলুপ্তপ্রায় ০৭ (সাতটি) তক্ষকগুলোকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর , বন বিভাগ, চট্টগ্রামের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে সীতাকুন্ড মডেল থানায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি তৎসহ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪(খ)/৪১ ধারায় মামলা নম্বর-০৯ তারিখ-০৫/০৬/২০২৩ রুজু হয়েছে।