বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে বার্মিজ মালামান উদ্ধার
মোঃমোরশেদ আলম চৌধুরী বান্দরবান : (৩জুন শনিবার) সকাল সাড়ে ৭টার সময় বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপি কর্তৃক তুমব্রু বাজার পাড়া হতে মালিকহীন বিভিন্ন প্রকার বার্মিজ মালামাল উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৮কেজি শুকনা সুপারি, ৪ প্যাকেট কফি মিক্স ও ২২ বক্স পারফেক্ট গোল্ড।
অপর দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনস্থ দৌছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বিওপির সদস্যরা ডেকুবনিয়া নামক স্থান থেকে দুপুর সাড়ে ১২ টার সময় মালিকবিহীন ১৪০ কেজি বার্মিজ শুকনা সুপারি উদ্ধার করে।
উল্লেখ্য নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এরিয়ার দূর্গম কয়েকটি পয়েন্ট দিয়ে স্থানীয় চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন প্রকার চোরাই পণ্য এবং মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে বিভিন্নভাবে হাত বদল করে সুকৌশলে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে দিচ্ছে।
সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিরামহীন ভাবে চোরাচালান প্রতিরোধে তাদের তৎপরতা অব্যাহত থাকলেও সীমন্ত জুড়ে অনেক দুর্গম জায়গা থাকার ফলে স্থানীয় চোরাকারবারিরা তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে।