সান্তাহারে প্রতি কেজিতে মাংসের দাম কমল ৫০ টাকা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে গরু, খাসি ও মহিষের মাংসের দাম প্রতি কেজিতে ৫০ টাকা করে কমলো । সান্তাহার পৌরসভা, মাংশ বিক্রেতা ও ভোক্তাদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত গ্রহন করে পৌরসভা কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার থেকে সান্তাহার শহরের হাট বাজারে পুর্বের দামের চেয়ে প্রতি কেজি মাংসে ৫০ টাকা কম দামে কেনাবেচা হবে । ঈদের পর থেকে মাংশ বিক্রেতারা সান্তাহার শহরে গরু, খাসি ও মহিষের মাংসের দাম প্রতি কেজিতে প্রায় এক’শ টাকা করে বাড়িয়ে দেয় । এ নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তাঁরা দাম কমানোর জন্য পৌর মেয়রকে উদ্যেগ নেয়ার আহবান জানান । এর প্রেক্ষিতে সান্তাহার পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে গতকাল সোমবার দুপুরে পৌরসভার মেয়রের কক্ষে ভোক্তা ও বিক্রেতাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে আলোচনা সভায় ভোক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় হাট-বাজারে গত ঈদুল ফিতরের আগে প্রতি কেজি গরু ও মহিষের মাংস বিক্রি হয় ৬৮০ টাকা কেজি দরে। ঈদের ১৫ দিন পর থেকে বিক্রেতারা এক লাফে প্রতি কেজি গরু ও মহিষের মাংস ৭৫০ টাকা দামে বিক্রি শুরু করে । পাশাপাশি খাসির মাংস বিক্রি হয় হাজার টাকা করে ।এনিয়ে ভোক্তাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। এ বিষয়ে পৌরসভার মেয়র-কাউন্সিলর ও গণমাধ্যম কর্মীদেরনিকট অভিযোগ করতে শুরু করে স্থানীয় ভোক্তা মহল। এর প্রেক্ষিতে পৌরসভা ওই আলোচনা সভার আয়োজন করে। সভায় আলোচনার পর সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রতি কেজি গরু ও মহিষের মাংস ৭৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা ও খাসির মাংস হাজার টাকার স্থলে ৯০০ টাকা দামে বেচা-কেনা হবে। সভায় সান্তাহার পৌরসভার মেয়র তোফজ্জল হোসেন ভুট্টু ছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নজরূল ইসলাম, আলাউদ্দীন আলী, মোমতাজ আলী, সাংবাদিক খায়রুল ইসলাম, হারেজুজ্জামান, জি আর এম শাহাজাহান, সাগর খান, মাংশ বিক্রেতা রোস্তম আলী, বাচ্চু মিয়া, মানিক হোসেন, পলাশ হোসেন প্রমুখ ।