ঝিনাইদহে জাতীয় কবির ১২৪ তম জন্ম বার্ষিকী উদযাপিত

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমী এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার সন্ধায় জেলা শিল্পকলাা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই। গেষ্ট অব অনার ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ আঃ রাজ্জাক সরকার এবং একই মন্ত্রনালয়ের উপসচিব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আবিদুর রহমান। সভায় বক্তরা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতার কবি, সাম্যের কবি, অসাম্প্রদায়িকতার কবি। তিনি আমাদের জাতীয় জীবনে সব সময় প্রাসঙ্গিক। এ বছর জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য ছিল ‘অগ্নিবীণার শতবর্ষ : বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ’ ।
পরে জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *