০৫(পাঁচ) গ্রাম হেরোইন ও ১৩ টি মোবাইল সেট সহ আটক মিলন কসাই।
মশিউর রহমান : চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার এম.এম. শাকিলুজ্জামান এর নির্দেশনায় অদ্য ২২-০৫-২৩ খ্রিঃ তারিখ ২৩:০৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই সনজীব জোয়াদ্দার, এসআই মোতালেব হোসেন, এএসআই শেখ রাজীব হোসনে, এএসআই মোঃ শরীফুল ইসলাম, এএসআই মোঃ আশরাফ আলী, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর নতুন মসজিদ সাকিনে মাদক কারবারী মিলন কসাই এর বাড়ী হতে আসামী মোঃ মিলন মোল্লা ওরফে মিলন কসাই(৫৩),পিতা-মৃত আক্কাস মোল্লা, সাং-বিনোদপুর নতুনপাড়া, ওর্য়াড নং-০৯, রাজবাড়ী পৌরসভা, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ০৫(পাঁচ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং তার হেফাজত হতে ১৩টি পুরাতন বিভিন্ন মডেলের মোবাইল ফোনসহ সহ আটক করেন। উদ্ধারকৃত হেরোইন এর অবৈধ বাজার মূল্য অনুমান পঞ্চাশ হাজার টাকা। সিডিএমএস যাচাই করে ধৃত আসামী মোঃ মিলন মোল্লা ওরফে মিলন কসাই এর বিরুদ্ধে ১। (1159C) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২৭/৮৪, তারিখ- ১৪ ফেব্রুয়ারি, ২০১৯; জি আর নং-৮৪, ধারা- ৩৬(১) সারণির ৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২। (1S9M8) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৪৪/৫০১, তারিখ- ৩১ অক্টোবর, ২০১৮; ধারা- ১৯(১)এর১(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩। (2WXM6) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১৫/১৫৮, তারিখ- ০৮ এপ্রিল, ২০১৮; জি আর নং-১৫৮, ধারা- ১৯(১)এর১(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৪। (2G4HM) রাজবাড়ী এর গোয়ালন্দ ঘাট থানার এফআইআর নং-৭/২১৮, তারিখ- ০৬ আগস্ট, ২০১৭; জি আর নং-২১৮, ধারা- ১৯(১)এর১(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৫। (2AKDR) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৩৯, তারিখ- ২১ আগস্ট, ২০১৬; জি আর নং-২৯০, ধারা- ১৯(১)(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন , ৬। (2CQC4) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৯, তারিখ- ০৮ জুন, ২০১৬; জি আর নং-১৭৯, ধারা- ১৯(১)এর১(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৭। (23EL2) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২, তারিখ- ০১ মার্চ, ২০১৬; জি আর নং-৭১, ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; ৮। (211TX) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৪, তারিখ- ০২ আগস্ট, ২০১৫; জি আর নং-২৩৭, ধারা- ১৯(১)এর১(ক)/১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৯।(15MMV) রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২৫/৩৩৩ তারিখ-১৮ জুন, ২০১৯ইং, ধারা-৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১০। (1NMQ7) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২৮/৩৭৯, তারিখ- ২৪ অক্টোবর, ২০২১; ধারা- ৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১১। (164GA) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২২/৫২৪, তারিখ- ১৪ অক্টোবর, ২০১৯; জি আর নং-৫২৪, ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১২। (15MMV) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২৫/৩৩৩, তারিখ- ১৮ জুন, ২০১৯; জি আর নং-৩৩৩, ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ১৩। (13G9K) রাজবাড়ী এর কালুখালী থানার এফআইআর নং-১/১, তারিখ- ০১ জানুয়ারি, ২০২০; জি আর নং-১/২০২০, তারিখ- ০১ জানুয়ারি, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ১৪। (1C7N5) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৩১/১২৪, তারিখ- ২৪ মার্চ, ২০২০; জি আর নং-১২৪, ধারা- ৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১৫। (1HXAS) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৩৩/১০৩, তারিখ- ২৪ মার্চ, ২০২১; জি আর নং-১০৩,ধারা- ৩৬(১) সারণির ৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ১৬। রাজবাড়ী সদর থানার মামলা নং ৩৩, তারিখ-২১ মার্চ ২০২৩, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ৮(খ).৪০; ১৭। রাজবাড়ী সদর থানার নন এফ আইআর নং ৩/২০২১, তারিখ-০৫/০১/২০২১; মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।