কুখ্যাত হেরোইন ব্যবসায়ী বিনোদপুরের সাজলী গ্রেফতার।

মশিউর রহমান : জনাব, মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই মিলন চন্দ্র বর্মন, সংগীয় অফিসার ফোর্সসহ গত ২৩/০৫/২০২৩ খ্রিঃ তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় রাজবাড়ী সদর থানাধীন ভবানীপুর সাকিনস্থ জনৈক আতিয়ার এর মোটর সাইকেলের দোকানের সামনে থেকে রাজবাড়ী সদর থানার মামলা নং-৪৭, তারিখ-২৩/০৫/২০২৩ খ্রি: ধারা-২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর ৮(ক)/৪০। এর পলাতক আসামী মাদক কারবারী মিলন কসাই এর বোন হেরোইন ব্যবসায়ী সাজলী (৪১), পিতা-মৃত: আক্কাস কসাই, সাং-বিনোদপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাজলীকে উদ্ধারকৃত ১৩ টি মোবাইল সেট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে জানায় হেরাইন সেবীদের কাছে যখন টাকা থাকেনা, তখন তারা তাদের ব্যবহৃত সাধের মোবাইল গুলি তাদের নিকট বন্দক রেখে হোরাইন কিনে নেয়। তদন্তে প্রকাশ পেল টাকা না থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের বিনিময়ে সাজলীর কাছে মিলত মাদক।অদ্য ২৪/০৫/২০২৩ খ্রি: তারিখ উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ১৭ মাদক মামলার আসামী মিলন কসাই এবং তার বোন হেরাইন ব্যবসায়ী কাজলী গ্রেফতার হওয়ায় বিনোদপুর ও আশ-পাশ এলাকার শান্তিপ্রিয় জনগন শান্তির নিশ্বাস ফেলেছে। রাজবাড়ীবাসীর চাওয়া পূরণে রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই বদ্ধ পরিকর। এই ধারা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *