ঝিনাইদহে ৮০ লিটার বাংলামদ ও মদ তৈরির উপকরণসহ দোকানদার রবিউল আটক।

লালন মন্ডল, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরে একটি ফলের দোকান থেকে ৮০ লিটার বাংলামদ এবং মদ তৈরির উপকরণসহ রবিউল ইসলাম (৫১) নামের এক দোকানদারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নিজের দোকান থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন খবরটি নিশ্চিত করেন। রবিউল ইসলাম শহরের কাঞ্চননগর এলাকার ফজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা পুলিশের কর্মকর্তা শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বাস টার্মিনাল এলাকায় নিজের ফলের দোকানে পচা আঙুর, কমলাসহ অন্যান্য ফল সংরক্ষণ করে তা দিয়ে দেশীয় মদ তৈরি করত রবিউল। পরে এগুলো বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে বিক্রি করত। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সে সময় দোকানের বিভিন্ন স্থানে বোতল, বালতি ও অন্যান্য পাত্রে রাখা ৮০ লিটার মদ ও মদতৈরির উপকরণ পচা ফল জব্দ করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আসামি রবিউলকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *