আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ০৩ (তিন) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার|| গ্রেফতার ০৩ (তিন)
মশিউর রহমান : চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপাঃ) জনাব মোঃ একরামুল হোসাইন, এসআই(নিঃ) মোঃ খসরু আলম, এসআই (নিঃ) মোঃ সালা উদ্দিন, এসআই (নিঃ) সমীর চন্দ্র দাস, এএসআই (নিঃ) মোঃ মুঞ্জুরুল, এএসআই (নিঃ) মোঃ রাসেল তালুকদার, এএসআই (নিঃ) মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। মোঃ মালেক আলী (৪৫), পিতা- নুর মোহাম্মদ, সাং- ওসমানপুর (উত্তরপাড়া), ২। মোঃ গোলাম রসুল (৩৮), পিতা- মোঃ মহসিন বুড়ো, সাং- ওসমানপুর (দক্ষিণপাড়া), উভয় থানা- আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে ইং ২০-০৪-২৩ তারিখ রাত আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় ওসমানপুর বাজারস্থ জনৈক টোকন কফি হাউজের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১। একটি লাল রংয়ের পুরাতন KEEWAY মোটরসাইকেল, ২। একটি নীল রংয়ের পুরাতন এ্যাপাসি RTR ১৬০ সিসি মোটরসাইকেল সহ হাতেনাতে আটক করা হয়। উপরোক্ত আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে আসামী ৩। মোঃ ওহিদুল শেখ (৪০), পিতা-মোঃ রবজেল শেখ, সাং-ওসমানপুর (দক্ষিণপাড়া), থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে ইং ২১-০৪-২৩ তারিখ রাত আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় তার নিজ বসত বাড়ী হতে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী মোঃ ওহিদুল শেখ (৪০) তার নিজ বসত ঘর হতে একটি পুরাতন লাল ও কালো রংয়ের ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ স্বীকার করে যে, জব্দকৃত মোটরসাইকেলগুলো তারা বিভিন্ন জেলা হতে চুরি করে নিয়ে এসে নিজেদের হেফাজতে রাখে এবং সময় সুযোগ মত বিক্রয় করে থাকে।
উদ্ধার হওয়া মোটরসাইকেলের বিবরণ:
১। একটি লাল রংয়ের পুরাতন KEEWAY মোটরসাইকেল, যার চেচিস নং- LBBPEG1A9GB6322Z4
২। একটি নীল রংয়ের পুরাতন এ্যাপাসি RTR ১৬০ সিসি মোটরসাইকেল, যার চেচিস নং- MD634KE4XJ2D07072, ইঞ্জিন নং- 0E4DJ2608903
৩। একটি পুরাতন লাল ও কালো রংয়ের ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল, যার চেচিস নং- MD2DSJNZZSCE53579
উদ্ধারকৃত মোটরসাইকেল তিনটির সর্বমোট মূল্য অনুমান ২,৮৭,০০০/- টাকা।
আসামীদের নাম ও ঠিকানা:
১। মোঃ মালেক আলী (৪৫), পিতা- নুর মোহাম্মদ, সাং- ওসমানপুর (উত্তরপাড়া),
২। মোঃ গোলাম রসুল (৩৮), পিতা- মোঃ মহসিন বুড়ো, সাং- ওসমানপুর (দক্ষিনপাড়া),
৩। মোঃ ওহিদুল শেখ (৪০), পিতা- মোঃ রবজেল শেখ, সাং- ওসমানপুর (দক্ষিনপাড়া),
সর্ব থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা।