মহেশপুর সীমান্ত থেকে ৮টি টুকরো স্বর্ণের বারসহ৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

মশিউর রহমান : বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন সীমান্তের নেপারমোড় এলাকায় স্বর্ণ চোরাকারবারীর নিকট হতে কয়েক জন ছিনতাইকারী স্বর্ণ ছিনতাই করেছে। খবর পেয়ে বিজিবি ওই এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ চোরাকারবারি মহেশপুরের কাঞ্চনপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আলিমুল হককে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী স্বর্ণ ছিনতাইকারী কুল্লাহ গ্রামের আইনাল হকের ছেলে এনামুলকে আটক করে এবং স্বর্ণ ছিনতাইয়ের পরিকল্পনাকারী কাঞ্চনপুর গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে আহসান হাবিবকে আটক করে।
খালিশপুর রোডের ভেলাইপুর ব্রীজের উপর অবস্থান নিয়ে বিজিবি দুইজনকেই স্বর্ণ ছিনতাই এবং
পরিকল্পনা করার অভিযোগে মোটর সাইকেলের গতিরোধ করে ৪৬৬.১৭ গ্রাম (৮টি টুকরো) স্বর্ণসহ
আটক করে। আটকৃত স্বর্ণের মূল্য ৩৮,৭৭,০৭০/-(আটত্রিশ লাখ সাতাত্তর হাজার সত্তর টাকা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *