মোল্লাহাটে কামাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও শোক সভা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধে বিড়ি শ্রমিক কামাল মোল্লা (৩৫)’কে হত্যার এক বছর পূর্তিতে শোক সভা, বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিড়ি শ্রমিক ও এলাকাবাসী। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে পূর্ব দারিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ শোক সভা ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে কামাল হত্যা কান্ডের বিচার দাবি জানিয়ে বক্তব্যদেন সুখ মিয়া, জাহিদুল শেখ, মামলার বাদী ছোট ভাই জামাল মোল্লাসহ এলাকাবাসী।

বক্তরা জানান, প্রকাশ্য দিবালকে তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরও আসামীরা মামলার বাদীকে নানা প্রকার হুমকি ধামকি দিয়ে আসছে। এ হত্যা কান্ডের আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত বছর (১৪ এপ্রিল) ২০২২ দুপুর ২ টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে বাড়ির সামনে বল্লম (ভেলা) দিয়ে প্রতিপক্ষ আজিজের নেতৃত্বে কামাল মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এসময় ঠেকাতে গেলে শফিক মোল্লা ও হাসান মোল্লা নামে দুই ভাই আহত হয়। এঘটনায় নিহতের ছোটভাই জামাল মোল্লা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় হত্যা মামলা দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *