আদমদীঘিতে চার কেজি গাঁজা সহ দুই নারী বাস যাত্রী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে একতা পরিবহন বাসে তল্লাশী করে চার কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি বাস যাত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত মাদক কারবারি রুবি আক্তার (৫২) নারায়নগঞ্জ জেলা সদরের মুছামিয়ার স্ত্রী এবং চাঁদপুর জেলার মতলব থানার ডিংগাবাঙ্গা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ছামছুন নাহার (৫৮)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত ওই দুই নারীকে গতকাল রোববার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করেছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, ঢাকা থেকে নওগাঁগামী একতা পরিবহনে মাদক নিয়ে আসছিল রুবি আক্তার ও ছামছুন নাহার। এমন তথ্যের ভিত্তিতে গত ১৮ মার্চ শনিবার রাত সাড়ে ৮টায় আদমদীঘি উপজেলা সদরের হাসপাতাল সামনে ওই বাসটি পৌছিলে তল্লাশি করে র‍্যাব-৫ এর সদস্যরা। তল্লাশি কালে ওই দুই নারী বাস যাত্রীর কাছেথাকা ব্যাগের ভিতর থেকে চার কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন ও নগদ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক কারবারি রুবি আক্তার ও ছামছুন নাহারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রোববার বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *