বিকাশ প্রতারক রাজু গ্রেফতার।
মশিউর রহমান : “বিকাশ থেকে নাহিদ বলছি(ছদ্মনাম), বিকাশ এ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার মোবাইলে যে OTP কোড গিয়েছে ঐটা বলুন অন্যথায় আপনার বিকাশ একাউন্ট বন্ধ করে দেওয়া হবে।” ঠিক এভাবেই প্রতারণা করে ঝিনাইদহ জেলা সহ দেশের বিভিন্ন এলাকা হতে হ্যাকিং এর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক রাজু সহ তার গ্যাং।
ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার) মহোদয় বিকাশ প্রতারণার বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ডিবি, ঝিনাইদহের একটি চৌকস টিমকে নির্দেশ প্রদান করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ভুক্তভোগী দীপক মন্ডল, পিতা-শংকর মন্ডল,সাং- সোতা,থানা- কালিগঞ্জ,জেলা – সাতক্ষীরা এর প্রদত্ত অভিযোগটি তদন্ত করে বিকাশ প্রতারক চক্রের অন্যতম সদস্য মোঃ রাজু শেখ,পিতাঃ মোঃ দাউদ শেখ,গ্রাম -চর মহেশপুর,থানা – শ্রীপুর, জেলা – মাগুরাকে গ্রেফতার করে।
এ সংক্রান্তে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।