ছাতকে থানা পরিদর্শন
রেঞ্জ ডিআইজি মিজান,
মাদক ও জুয়রীদের চিরতরে নির্মূলের ঘোষনা।
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে থানা পরিদর্শন ও মত বিনিময় সভা করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ এহসান শাহ রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএমকে ফুলের তোড়া দিয়ে ছাতক থানায় শুভেচ্ছা জানান। এ সময় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোহাম্মাদ মাঈনুল জাকিরের নেতৃত্বে একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।
সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম ছাতক থানার খেলাধুলার মাঠ, বিভিন্ন সেবা ডেস্ক, দাপ্তরিক নথিপত্র পরিদর্শন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ এহসান শাহ,অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ছাতক থানা পরিদর্শন শেষে ছাতক শহরের মড়ল কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ এহসান শাহ” র সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিকের সঞ্চালনায় আইন শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দি, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি,ছাতক পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ,আওয়ামী লীগ নেতৃবৃন্দ,সাংবাদিক নেতৃবৃন্দ,ও স্থানীয় লোকজন।
স্বাগত বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোহাম্মাদ মাঈনুল জাকির,বক্তব্য রাখেন ছাতক কমিউনিটি পুলিশিং সভাপতি সৈয়দ আহমদ, ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইরাজ মিয়া। মতবিনিময় সভায় মুক্তিরগাঁও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ আব্দুল কাদির।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম বলেন, হয়তো ছাতকে পুলিশ থাকবে না হলে মাদক ব্যবসায়ী থাকবে, গত বুধবার (১ মার্চ) অনাকাঙ্ক্ষিত দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে, তিনি আরো বলেন অপরাধীরা যেকেউ হোক যেকোনো দলের হোক কেউ পার পাবে না।সকলের সম্মিলিত প্রচেষ্টায় ছাতকে অপরাধ নির্মূল করা হবে।