রাজবাড়ী হতে ৮ বছর পালিয়ে থাকা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

মশিউর রহমান : ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন চতুরা এলাকার নেকবার মন্ডল ও আইয়ুব আলী মন্ডলদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলমান ছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ১১ এপ্রিল ২০১৪ তারিখ আসামী ইসাহাকসহ তার সহযোগীরা দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিম মোঃ আইয়ুব আলী মন্ডলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। ভিকটিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভিকটিমের ভাই শওকত আলী মন্ডল বাদী হয়ে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি তখন বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। হত্যার পর থেকেই আসামী ইসাহাক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উক্ত চাঞ্চল্যকর আইয়ুব আলী মন্ডল হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ইসাহাকের অবস্থান নিশ্চিত করে।

অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন ধর্মতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা ওয়ারেন্টভুক্ত আসামী-১। ইসাহাক, থানা- শৈলকুপা, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *