ঝিনাইদহের সদর হতে ০৩ বছর ০৩ মাসের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০২ জন পলাতক আসামীদ্বয়কে গ্রেফতার করছে র‌্যাব-৬

মশিউর রহমান : অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ ০০:১৫ ঘটিকার সময় র‌্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বগুড়া জেলার কাহালু থানার এন আই এ্যাক্ট প্রতারনা মামলার দায়রা ৮০৭/২০,দায়রা ৫৭৮/২১, দায়রা ৯৯৬/২০, দায়ার ৮৪/২০, সি আর-১৭/২২ এর ০৫টি ওয়ারেন্ট, ০৩ বছর ০৩ মাসের বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ৬৬,২৫,০০০/- (ছিষট্টি লক্ষ পচিশ হাজার) টাকা অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০২ জন পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর বাসষ্ট্যান এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার সদর থানার আরাপপুর বাসষ্ট্যান এলাকায় বিশেষ অভিযান করে উক্ত মামলার ০৩ বছর ০৩ মাসের সাজাপ্রাপ্ত ও ০৫টি ওয়ারেন্টভুক্ত এবং অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী- ১ ।মোঃ মঈন উদ্দিন, পিতা- মোঃ ফজলুর রহমান, ২। মোছাঃ আছমা খাতুন, পিতা-মোঃ বদিয়ার রহমান, সর্ব সাং-লোহাজাল, উভয় থানা- কাহালু, জেলা- বগুড়াদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বগুড়া জেলার কাহালু থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *