বেনাপোল – পেট্রাপোল বন্দর পরিদর্শন বাংলাদশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

বেনাপোল প্রতিনিধি : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা বেনাপোল-পেট্রাপোল বদর ও চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন। পদ্মাসেতুর সা বেনাপোল বন্দর কে যুক্ত করতে সড়ক পথে ঢাকা থেকে পদ্মাসতু হয়ে বেনাপোল বন্দর পরিদর্শন আসেন বাংলাদশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা। বেলা ১২ টার দিক ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরে এসে পৌছালে বন্দররের চেয়ারম্যান আলমগীর হোসেন ফুল দিয় শুভছা জানান।

এ সময় উপ হাইকমিশনার ইদ্রজিৎ সাগর, বন্দরের জয়েট সেক্রেটারি সরোয়ার হোসেন, বেনাপাল বন্দরের সহকারী পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, ডেপুটি কমিশনার তানভীর আহমদ, সহকারী পরিচালক মাহমুদুল হাসান,বেনাপাল পার্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া, ইমিগ্রশন ওসি আহসান হাবিব, ভারত বাংলাদেশ চেম্বারর বেনাপোল সাব কমিটির চয়ারম্যান মতিয়ার রহমান সহ অনেকই উপস্তি ছিলেন।
ভারতীয় হাইকমিশনার বেনাপাল বন্দরের চলমান বিভিন্ন উনয়ন মুলক কাজ পরিদর্শন করেন এবং বন্দরের এলাকা ঘুরে ঘুরে দেখেন ও অপারশনাল কার্যক্রম দেখেন।

সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি বলেন, ভারতের সাথে বিশেষ করে কলকাতার সাথে যাগাযাগ ও বানিজ্য সম্প্রসারণের লক্ষ্য পদ্মাসেতুর সাথে জরুরী ভিত্তিতি রাস্তা প্রশস্ত হওয়া জরুরি।

এ সময় সাংবাদিকরা পেট্রাপোল ইমিগ্রেশন বিএসএফ এবং ইমিগ্রশন পুলিশ দ্বারা যাত্রী হয়রানি নিয়ে অভিযাগ করলে তিনি দ্রুত সমস্যা সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।
বেনাপোল বন্দরের রপ্তানি গেট ঘুরে বেনাপোল বন্দর পরিদর্শন শেষে তিনি ভারত গেছেন। এদিকে হাইকমিশনারের বেনাপাল বন্দর পরিদর্শন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্তা জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *