কল্যান্দী কমিউনিটি ক্লিনিকের পরিদর্শক আফরোজার
বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্ণীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: বন্দরের কল্যান্দী কমিউনিটি ক্লিনিকের পরিদর্শক আফরোজা নাহারের বিরুদ্ধে
স্বেচ্ছাচারিতা,অনিয়ম, রুক্ষ আচরণ ও দুর্ণীতির অভিযোগ উঠেছে। চিকিৎসা
সেবার নাম করে দীর্ঘ দিন ধরেই এলাকার সাধারণ রোগীদের সাথে অসাদাচারণ
হয়রানি করে আসছে। তার রুক্ষ আচরণ সেবা বঞ্চিতের কারণে এলাকাবাসী ক্ষুদ্ধ
হয়ে উঠেছে। একই সাথে কমিউিনিটি ক্লিনিকে বরাদ্ধকৃত অষুধপত্রাদি
আত্নাসাতেরও অভিযোগ তোলেন সেবাপ্রার্থীরা। এ ঘটনায় ক্ষুদ্ধ
সেবাপ্রার্থীরা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান,কল্যান্দী
কমিউনিটি ক্লিনিকটি সেবা প্রতিষ্ঠান কেবল নামেমাত্র কার্যতঃ এর কোন
সুবিধা এলাকাবাসী পান না বললেই চলে। এখানকার তত্ত্বাবধানে যিনি আছেন তিনি
অসুস্থ্য হওয়ায় এটির বর্তমান দায়িত্বে যিনি আছেন আফরোজা নাহার তিনি
নিয়মিত অফিসতো করেনইনা বরং কোন কোন দিন সকাল ১০টার পরে এলেও আবার চলে যান
বেলা ১টার আগেই। আবার ক্লিনিকে বরাদ্ধকৃত অষুধপত্র সবই নিজের ব্যাগে করে
নিয়ে যান। রোগীরা দূর-দূরান্ত হতে এসে বিমুখ হয়ে ফিরে যান। সেবার
পরিবর্তে তারা প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছেন। অপরাপর সেবাপ্রার্থী একই
শর্তে জানান,আগে পার্বতী ম্যাডাম থাকাকালে যতটুকুই অষুধ বা সেবা পাওয়া
গেছে আফরোজা ম্যাডামতো একবারেই অষুধ বা সেবাতো দেনই না তার উপরে রোগীদের
সঙ্গে খুবই খারাপ আচরণ করেন। তার আচরণে ক্ষুদ্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।
তারা আফরোজ নাহারের অপসারণ দাবি করেছে। এ বিষয়ে আফরোজা নাহারের সঙ্গে
আলাপকালে তিনি জানান,আমি এ ক্লিনিকের তত্ত্বাবধায়ক নই। আমি এখানে
পরিদর্শনে আসি,এখানে আমার কোন দায়বদ্ধতা নেই আপনারা লিখে কোন ফায়দা
হবেনা। এ বন্দর ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল
অফিসার ডাঃ জুয়েলের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে
বন্দরে শিল্পকলা একাডেমির
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব সংবাদদাতা:
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম
প্রতিষ্ঠাবার্ষিকী পালণ করেছে বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি। ১৯
ফেব্রুয়ারী রোববার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সন্মেলন কক্ষে
প্রতিষ্ঠাবার্ষিকীর এসব আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক কমিটির সদস্য
সচিব আবু জাফর জিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিন। এতে বক্তব্য
রাখেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির
আহমেদ সেন্টু ও সিনিয়র সহ-সভাপতি মোঃ মোঃ ওবায়েদ উল্লাহ। এ সময় উপস্থিত
ছিলেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক কার্যনির্বাহী সদস্য মিতু
মোর্শেদ,সাধারণ সদস্য মফিজুর রহমান মফিজ,সারোয়ার খান,হানিফ মাহমুদ,ফরিদা
ইয়াসমিন সুমনা,বিমল চন্দ্র ঘোষ,মুজাহিদুল ইসলাম,শাহমনি,সেনিয়া আহমেদ
প্রমুখ। আলোচনা সভায় সম্মিলিত প্রচেষ্টায় বন্দর উপজেলা শিল্পকলা
একাডেমিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সাথে দেশের
সাংস্কৃতিক অঙ্গনে বন্দর উপজেলাকে সাফল্যের মাধ্যমে সমৃদ্ধ করার জন্য
উদ্ধুদ্ধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *